লক্ষ্মীবারে আরও নামল সোনার দাম, আজ ১ ভরি হলুদ ধাতু কিনলে কত খরচ হবে?

Published on:

Published on:

Gold Price drop sharply in one fell swoop today

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের স্বস্তি (Gold Price)। পরপর দুদিন হলুদ ধাতুর দর কত থাকায় হাপ ছেড়ে বেঁচেছেন ক্রেতারা। পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিক্রেতারাও। তাদের মতে এই উৎসবের মরশুমে সোনার দাম কম থাকায় কিছু সোনা কিনতে পারবেন। তো একনজরে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত?

অগস্টের দ্বিতীয় সপ্তাহে বাজারে হলুদ ধাতুর দর কত? (Gold Price)

সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। শুধুমাত্র গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। দেখুন আজকের সোনার দাম।

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৬৫টাকা (+২০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৬৫০টাকা (+২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬০ টাকা (+২০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬০০টাকা (+২০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০১০টাকা (+২০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০১০০টাকা (+২০০)।

Gold Price drop sharply in one fell swoop today

আরও পড়ুন: নয়া উদ্যোগ হরিণঘাটা ব্রান্ডের! এবার সুলভ দামে ‘ভ্যাকিউম প্যাকেটে’ মিলবে পোনা মাছ

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৫৬০(+১৪৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৫৬০০ (+১৪৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৫৫০ টাকা (+১৪৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৫৫০০ টাকা (+১৪৫০)।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ। এছাড়াও সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।