সোনার বাজারে ঝড়! কমল হলুদ ধাতুর দর, দেখে নিন ১ গ্ৰামের লেটেস্ট প্রাইস

Published on:

Published on:

Gold Price drop sharply on tuesday happy buyers know todays rate

বাংলা হান্ট ডেস্ক: ভারতের যে কোন অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন আছে। গতকালের তুলনায় আজ অর্থাৎ মঙ্গলবার আবার কমলো সোনার দর (Gold Price) । সোনার দাম কমায় আবারও স্বস্তির নিশ্বাস ফেললেন মধ্যবিত্তরা। এই ক্রমাগত দাম ওঠেনা নামার মাঝখানে। আজকে বাজারে সোনার দাম কত এক নজরে দেখে নিন।

সোনার বাজারের ধস! ক্রেতাদের মুখে স্বস্তির নিঃশ্বাস, আজকের সোনার দাম (Gold Price)

সোনা কেনার সময় সবসময় ক্যারেট (Karat) দেখে কিনতে হয়। কারণ, ২৪ ক্যারেট সোনার দাম যেমন বেশী থাকে। তেমনি ২৪ ক্যারেট সোনায় খাদ কম থাকে। এছাড়াও সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নিন আজকের সোনার দাম ।

মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৩৫টাকা (-৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৩৫০টাকা (-৩০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৩০ টাকা (-৩০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৩০০টাকা (-৩০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৯৮০টাকা (-৩০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৯৮০০টাকা (-৩০০)।

Gold Price drop sharply on tuesday happy buyers know todays rate

আরও পড়ুন: শহরবাসীর জন্য সুখবর! শিয়ালদহ, এয়ারপোর্ট ও রুবি নতুন মেট্রো পরিষেবা, খরচ কত পড়বে?

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৪৫৫(-১০০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪৫৫০(-১০০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪৪৫টাকা (-১০০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪৪৫০টাকা (-১০০০)।

হলুদ ধাতু (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন।

তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ।