বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) প্রতিনিয়ত ওঠানামা করে। তবে চলতি মাসের প্রথম দিন থেকে আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। কিন্তু আগস্ট মাস পড়ার পর থেকে সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
সোনার দামে বড় পতন স্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা (Gold Price)
চলতি মাসের শুরুর থেকে কিছুটা কমেছে সোনার দাম। বাংলার বাজারে শুক্রবার থেকে কিছুটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। পাশাপাশি, সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে (Gold) দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন।
আজ বাজারে সোনার দাম কত জেনে নিন, শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৩৭০ টাকা (-৮০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৩৭০০ টাকা (-৮০০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৮৬০ টাকা (-৮৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৮৬০০ টাকা (-৮৫০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৮১০ টাকা (-৮৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৮১০০ টাকা (-৮৫০)। সোনার পাশাপাশি আজকের রুপোর দাম নিচে বলা হল। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১০২৫ (-১৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১০২৫০ (১৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১০১৫ টাকা (-১৭৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১০১৫০ টাকা (-১৭৫০)।
আরও পড়ুন: সামনেই পুজো! ওজনকে হাতের মুঠোয় রাখতে খান ‘ হাই প্রোটিন’ যুক্ত পনিরের এই পদটি, রইল রেসিপি
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ৪৫ শতাংশের কাছাকাছি সোনার দাম (Gold Price) বেড়েছে।এমনকি ২০২৪ সালে জুলাই মাসে ভারতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্ৰামের দাম ছিল প্রায় ৭০ হাজারের কাছাকাছি। তবে আগস্টের শুরুতে হলুদ ধাতুর দর কমায় স্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।
পাশাপাশি, সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের (Karat) সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়।