বিয়ের বাজারে বড় স্বস্তি, সপ্তাহান্তে পতন সোনার দামে! আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তে বড় স্বস্তি দিয়ে কমল সোনার দাম (Gold Price)। শুক্রবারের পর শনিবার এক ধাক্কায় দাম বেড়েছিল হলুদ ধাতুর। রবিবার আসতেই দেখা গেল, আবারও কিছুটা কম হয়েছে সোনার দাম (Gold Price)। বিয়ের বাজারে ক্রমে উর্দ্ধমুখী দামের মাঝে পরিবর্তনে বড় স্বস্তি পেয়েছেন মধ্যবিত্তরা।

রবিবারে কমল সোনার দাম (Gold Price)

সোনার দামে এমনিতে উত্থান পতন লেগেই থাকে। ভারতে সোনার চাহিদা থাকা সত্ত্বেও দাম কয়েক বছর ধরে চড়ার দিকেই রয়েছে। মাঝে লক্ষ টাকাও ছাড়িয়ে গিয়েছিল সোনার দর (Gold Price)। রবিবার কলকাতায় কত করে চলছে হলুদ ধাতুর দাম? জেনে নিন বিস্তারিত।

Gold Price dropped on Sunday in Kolkata

কত করে চলছে পাকা সোনার দর: ১০ ই অগাস্ট রবিবার কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার বার কিনতে গেলে খরচ পড়বে প্রতি গ্রামে ১০,১৪৫ টাকা অর্থাৎ ১০ গ্রামে দাম পড়বে ১০১৪৫০ টাকা! ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা (Gold Price) কিনতে গেলে দাম পড়বে ১ গ্রাম ১,০১৯৫ টাকা অর্থাৎ ১০ গ্রামে ১০১৯৫০ টাকা।

আরও পড়ুন : জি বাংলায় বড় পরিবর্তন, প্রথম বার দুর্গা রূপে ইধিকা, হঠাৎ বাদ পড়লেন কেন শুভশ্রী?

আজ গয়না সোনা কিনতে কত খরচ: অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা (Gold Price) অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা কিনতে গেলে দাম পড়বে গ্রাম প্রতি ৯,৬৯০ টাকা। অর্থাৎ ৯৬ হাজার ৯০০ টাকা পড়বে ১০ গ্রামের জন্য। খুচরো রূপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ১১৫৪৫০ টাকা। উল্লেখ্য, এই সব দামই (Gold Price) কিন্তু কর ছাড়া। অর্থাৎ বাজারে সোনা (Gold Price) কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং গয়না তৈরির ক্ষেত্রে মজুরির চার্জ।

আরও পড়ুন : প্রথম এসি লোকাল পেল বাংলা, সোম থেকেই শুরু পরিষেবা, সুযোগ সুবিধা থেকে ভাড়া জেনে নিন বিস্তারিত

দাম বাড়লেও সোনার চাহিদাও কিন্তু বৃদ্ধির পথেই। দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় বিনিয়োগ বৃদ্ধির মতো কারণে সোনার দাম বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।