বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেছে দেবীপক্ষ। তবে উৎসবের মরশুমে কমল হলুদ ধাতুর দর (Gold Price)।যদিও মহালয়ার আগে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় অনেকের পকেটে চাপ পড়েছে কিন্তু দেবীপক্ষের প্রথমদিন সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আজ যদি আপনি সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে এক নজরে দেখে নিন আজকের রেট।
দেবীপক্ষের শুরুতেই সোনার দামে স্বস্তি, দেখুন আজকের রেট (Gold Price)
দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে। দেবীপক্ষের প্রথম দিনই কমেছে সোনার দাম। তার উপর বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এক নজরে জেনে নেওয়া যাক সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: ডায়েট ভাঙলেও ভয় নেই! পুজোয় লুচি-পরোটা খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখার গোপন টিপস
সোমবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০ হাজার ২৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে সোনার। ২৪ ক্যারেট সোনার দাম ১ গ্ৰাম সোনার দাম ১১ হাজার ২১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার (Gold) দাম আজ রয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা।
দেখে নিন আজকে বাজারে ১৮ ক্যারেট সোনার দাম কত যাচ্ছে?
দেবীপক্ষের প্রথমদিন বাজারে ১৮ ক্যারেটে ১ গ্ৰাম সোনার দাম (Gold Price) ৮ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৪ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৪১ হাজার টাকা। সোমবার সোনার মতোই রুপোর দামও সস্তা হয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। কিন্তু উৎসবের মরশুম কিছুটা কমেছে হলুদ ধাতুর (Gold Price) দর। তবে উৎসবের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা।