ধনতেরাসের আগে হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম, বিশেষজ্ঞরা ব্যাখ্যা করলেন বৃদ্ধির কারণ

Published on:

Published on:

Gold Price experts explain why gold rate rising ahead of dhanteras

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত আকাশচম্বী হচ্ছে সোনার দাম (Gold Price)। যার ফলে বর্তমানে সোনা কেনা মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। তার ওপর সামনেই আসছে ধনতেরাস। সেই সময় বহু মানুষই সোনার গহনা অথবা রুপোর গহনা কেনার পরিকল্পনা করেন। তবে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি আসল কারণ জানালো বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করলেন কেন ধনতেরাসের আগে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে (Gold Price)

ধনতেরাসের আগে সোনার দাম চোখে পড়ার মতন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এক গ্রাম ২৪ কার্ড সোনার দাম (Gold Price) ১২,৫২৪ ও ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১১,৪৮১ ছুঁয়েছে। বর্তমানে এই সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে বিশেষজ্ঞ টা মনে করছেন, বছরে প্রায় এই ধাতু ৬০% রিটার্ন দিয়েছে। এর ফলে অনেক বিনিয়োগকারী জানতে চাইছেন, আসলে কি কারনে সোনার দাম এতটা বেড়েছে।

Gold Price experts explain why gold rate rising ahead of dhanteras

আরও পড়ুন: মাটনে লঙ্কা বেশি পড়ে গিয়েছে? জেনে নিন কীভাবে স্বাদ নষ্ট না করেই কমাবেন ঝাল

বিশেষজ্ঞদের মতে, ভারতে প্রায় ৮৬% সোনা আমদানি করে উচ্চ আমদানি শুল্ক থাকা সত্ত্বেও। ফলে যখন টাকা দুর্বল হয়ে যায় তখন ডলারে বিপরীতে আমদানির খরচ বৃদ্ধি পায় যার ফলে দেশীয় বাজারে সোনার দাম বেড়ে যায়। এছাড়াও, সোনার গয়নার চাহিদা কিছুটা কমলেও, গোল্ড ইটিএফ ও ডিজিটাল গোল্ড-এর মতো বিকল্প বিনিয়োগ মাধ্যমের জনপ্রিয়তা বেড়েছে। এটি সোনার দামের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

এছাড়াও এ বিষয়ে গত এক দশকে, ভারত, চীন, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ব্যাপক হারে সোনা কিনেছে। এই কেনার পরিমাণ গত ১০ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি রাশিয়া ও ভারত তাদের সোনা মজুত ১.৬ গুণ বাড়িয়েছে। শোন আগে না বাড়িয়েছে চীন ১.৩ গুণ।

তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, পশ্চিম এশিয়ার অশান্তি ও বিশ্বব্যাপী বাণিজ্য শুল্ক সংঘাত আবার জনপ্রিয় করে তুলেছিল। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর বাণিজ্য যুদ্ধ আরও জোরদার হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা, নিরাপদ সম্পদ হিসাবে সোনার দিকেই ঝুঁকছেন। এছাড়াও বিশেষজ্ঞদের মতে, সুদের হার কমলে যেমন ডলারের মান কমে সোনার দাম ও চাহিদা বৃদ্ধি পেতে থাকে। যার ফলে আগামী মাসগুলিতে আরো হার কমন সম্ভাবনা রয়েছে। তবে সোনার দাম আগামী দিনে প্রায়, ৩,৫০০–৪,০০০ প্রতি আউন্স সীমার মধ্যে স্থিতিশীল থাকতে পারে। তবে রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন নীতির পরিবর্তনের ফলে বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে (Gold Price)।