বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের পর আজ জন্মাষ্টমীতে ফের কমল সোনার দাম (Gold Price)। একধাক্কায় বেশ খানিকটা কমল দাম সোনার দাম। যার ফলে স্বস্তি মধ্যবিত্তের। সোনা কেনার পরিকল্পনা থাকলে জন্মাষ্টমীর শুভ এই সুযোগ মিস করবেন না। আজ শনিবার কত হল হলুদ ধাতুর দর? এক নজরে দেখে নিন আজকের সোনার দাম। (Gold Price Fall down)
জেনে নিন আজ সোনার দাম কত? Gold Price
জন্মাষ্টমীতে দাম কমল সোনার। কলকাতায় আজ শনিবার, ১৬ অগাস্ট সোনার দাম বেশ খানিকটা হ্রাস পেয়েছে। জন্মাষ্টমীর দিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার মূল্য হয়েছে ১,০১, ২৪০ টাকা। সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।
দাম কমেছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯২, ৮০০ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৭৫ হাজার ৯৩০ টাকা। জিএসটি যুক্ত রয়েছে।
শুক্রবার কত ছিল দাম?
১৫ অগাস্টের দিন ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১, ০১, ৩৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯২, ৯০০ টাকা। সেই তুলনায় কিছুটা দাম কমেছে এদিন। তবে বিশেষজ্ঞদেড় মত, আগামী কয়েকদিনে সোনার দাম আরও কিছুটা কমতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আপাতত দাম কিছুটা কমলেও কয়েক মাস পর ১ লক্ষের গন্ডি ছুঁতে পারে সোনার দাম। গত কয়েকদিন ধরে যেভাবে ক্রমাগত সোনার দাম কমছে তাতে খুব শীঘ্রই সোনার দামে বড়সড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর শেষেই ফের ১ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান।