স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের জন্য! ভাইফোঁটার দিন কিছুটা কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price fall during festive seaso know today's latest rates

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছু দিন ধরে সোনার দামে (Gold Price) ওঠাপড়া লেগে ছিল। বুধবার থেকে হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা কম আছে । যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতা ও বিক্রেতারা। তবে ভাইফোঁটার দিন সামান্য কমলো সোনার দাম। জানুন আজকের গোল্ড রেট।

ভাইফোঁটার দিন বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। বৃহস্পতিবার কলকাতায়, সামান্য দাম কমেছে সোনার। জানুন আজকের রেট (Gold Price)।

Gold Price fall during festive seaso know today's latest rates

আরও পড়ুন: ভাইফোঁটায় বানিয়ে ফেলুন এই পনির রেসিপি; একবার খেলেই সবাই রেসিপি চাইবে

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৯৭৫টাকা (-২৬৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৯৭৫০টাকা (-২৬৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০ টাকা (-২৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০০ টাকা (-২৭৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৫৪০টাকা (-২৭০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৫৪০০টাকা (-২৭০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৮০৫ (-৭৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৮০৫০(-৭৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৭৯৫টাকা (-৭৮৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৭৯৫০টাকা (-৭৮৫০)।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার (Gold) সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।