সোনার দাম আরও নেমে গেল! ধনতেরসের পর ১ গ্রাম সোনা কত টাকায় বিক্রি হচ্ছে

Published on:

Published on:

Gold Price fall further how much is 1 gram of gold being sold for after dhanteras

বাংলা হান্ট ডেস্ক: সুখবর মধ্যবিত্তদের জন্য। ধনতেরাসের পর কিছুটা কমলো হলুদ ধাতুর (Gold Price) দর। এই আলোর উৎসবে সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলো মধ্যবিত্তরা। কালী পুজার দিন বাজারে সোনার দাম কত যাচ্ছে এক নজরে দেখে নিন।

কালীপুজোর দিন বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন আজকের রেট চার্ট।

Gold Price fall further how much is 1 gram of gold being sold for after dhanteras

আরও পড়ুন: গ্যাস লিক? রান্নাঘরে এই ৫টি লক্ষণ দেখে নিন, আগুনের ঝুঁকি থেকে রক্ষা পাবেন সহজেই

কালীপুজোর দিন ২২ ক্যারেট সোনার দাম ১২১২০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৯১৫০ টাকা। ১ কেজি রুপোর দাম হয়েছে ১৬৯৭৫৭ টাকা। যদিও উপরোক্ত সোনা ও রুপো কেনার সময় এই দামের সঙ্গে তিন শতাংশ যে যুক্ত করা হবে।

এবার এক নজরে দেখে নিন গতকালের সোনার দাম- রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২২৮৫ টাকা (-২২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২২৮৫০টাকা (-২২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯২৫ টাকা (-২৩৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯২৫০টাকা (-২৩৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৮৬০টাকা (+২৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৮৬০০টাকা (-২৩৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। রবিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭০৭৫(-২৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭০৭৫০(-২৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭০৬৫টাকা (-২৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭০৬৫০টাকা (-২৯৫০)।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম (Gold Price) ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমে সোনার (Gold) দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে ভবিষ্যতে সোনার দাম আরও বাড়বে।