কমল সোনার দাম, অক্টোবরের শেষে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন

Published on:

Published on:

Gold Price fall further know today rates

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। সেখানে অক্টোবরের শেষ সপ্তাহে সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জানুন আজকের রেট।

অক্টোবরের শেষ সপ্তাহে বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন? (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। জানুন আজকের রেট (Gold Price)।

Gold Price fall further know today rates

আরও পড়ুন: ছটপুজোর দিনে মেট্রো পরিষেবায় নতুন নিয়ম, কর্তৃপক্ষ জানাল বিস্তারিত সময়সূচি

সোমবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৪৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৪৮০ টাকা। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০৫০ টাকা।

আজ ১৮ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৩৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৩ হাজার ৩৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৮৬০ টাকা। সোনার দাম কমলেও, রুপোর দামে আজ পরিবর্তন হয়নি। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয় (Gold Price)। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে।