সোনার দরে পতন ক্রেতাদের মুখে হাসি, জেনে নিন ১ গ্রামের দাম…

Published on:

Published on:

Gold Price fall happy buyers know the new price of 1 gram

বাংলা হান্ট ডেস্ক: স্বস্তির খবর মধ্যবিত্তদের জন্য। উৎসবের মরশুমের আগে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও চলতি সপ্তাহে  কমেছেে সোনার দাম। কিন্তু মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। তবে সোনার দাম কমলেও এখনো লাখের গণ্ডিতে রয়েছে সোনা (Gold)। এমনকি গত কয়েক দিন ধরে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে সোনার দাম কমায় চিন্তার থেকে বাঁচল মধ্যবিত্তরা। এক নজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস।

সোনার দরে পতন, খুশি ক্রেতারা (Gold Price)

প্রতিটি মধ্যবিত্তের কাছে, সঞ্চয় হোক কিংবা অলংকার হিসাবে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। তবে উৎসবের মরশুমের আগে সোনার দাম (Gold Price) কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Gold Price fall happy buyers know the new price of 1 gram

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এয়ারপোর্টে ৯৭৬ টি শূন্যপদে নিয়োগ, সঙ্গে মোটা বেতন

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম: বৃহস্পতিবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ১৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ১৭ হাজার টাকা। এছাড়াও আজকে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯০ টাকা। পাশাপাশি ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা।

বৃহস্পতিবার ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৩৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৩৭ হাজার ৭০০ টাকা। লক্ষী বারে সোনার দাম কমার পাশাপাশি কমেছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৩ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

সোনা কেনার ক্ষেত্রে সবসময় সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এছাড়া উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা।