বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই আবারও বাড়ল সোনার দাম (Gold Price)।যার ফলে চিন্তার ভাঁজ পড়লো মধ্যবিত্তদের কপালে। তাছাড়া সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বেড়ে যাওয়ায় পকেটে চাপ পড়েছে সাধারণ মানুষদের। এখন যদি আপনিও গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের রেট দেখে নিন।
সপ্তাহের দ্বিতীয় দিনে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
সোনার দামের (Gold Price) উত্থানপতন লেগেই থাকে। এছাড়াও সোনার চাহিদা বরাবরই ভারতে বেশি থাকে। বর্তমানে লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল সোনার দাম। বিশেষজ্ঞদের মতে আমেরিকার শুল্ক নীতি ও বিশ্বের টালমাটাল ভূ রাজনৈতিক পরিস্থিতির জেরেই সোনার দাম বর্তমানে রেকর্ড গড়েছে। এছাড়া বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। দেখে নিন আজকের গোল্ড প্রাইস।

আরও পড়ুন: এই নিয়ম মানলেই আর কেটে যাবে না দুধ, নিখুঁত নলেন গুড়ের পায়েস; রইল রেসিপি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩০০৫টাকা (+১৭৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩০০৫০টাকা (+১৭৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৮৫ টাকা (+১৮৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৮৫০টাকা (+১৮৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৬১৫ টাকা (+১৮৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৬১৫০ টাকা (+১৮৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৮৫৫(+৪৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৮৫৫০(+৪৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৮৪৫ টাকা (+৪৮৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৮৪৫০টাকা (+৪৮৫০)।
সোনার দাম (Gold Price) আবার বেড়ে যাওয়ায় পেছনে ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। তাই খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে।












