সোনার দামে বড় বদল! আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত হল, জানুন

Published on:

Published on:

Gold Price find out what is the price of 10 grams of yellow metal today

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামের (Gold Price) ওঠা-নামার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে দামের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যাদের পরিবারে আগামী দিনে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাদের আবার কপালে চিন্তার ভাঁজ পরলো। কারণ গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটাই বেড়ে গেল হলুদ ধাতুর দর।

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)

মঙ্গলবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়ছে ৯৪৫০ টাকা (+৩৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ৯৪৫০০ টাকা (+৩৫০)। পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৯৪৫ (+৪০) টাকা। ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৯৪৫০ (+৪০০) টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্ৰামের দাম ৯৮৯৫ টাকা (+৪০) ও ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম যথাক্রমে ৯৮৯৫০ (+৪০০) টাকা। এছাড়াও, আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩৭৫ (+৭৫) টাকা ও ১ কেজি রুপোর বাটের দাম ১১৩৭৫০ (+৭৫০) টাকা। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম (Silver Price) ১১৩৮৫ (+৭৫) টাকা ও ১ কেজির দাম ১১৩৮৫০ (+৭৫০) টাকা।

মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়াও, সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞদের মতে গত কয়েক দিন ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সোনার দাম ১ লাখের কাছাকাছি যেতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।

Gold Price find out what is the price of 10 grams of yellow metal today

আরও পড়ুন: হৃদরোগের ঝুঁকি কমান মাত্র ৩ মিনিটে! এই অভ্যেসগুলো গড়ে তুললে থাকবেন সুস্থ, ঝটপট জানুন

প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।