উৎসবের মরশুমের আগে সোনার দামে জোর ধাক্কা! দেখে নিন আজকের রেট

Published on:

Published on:

Gold Price find out what the price of gold will be in the market on september 2nd

বাংলা হান্ট ডেস্ক: পুজো পার্বণ থেকে শুরু করে বিয়ে অথবা অন্নপ্রাশন সবকিছুতে ই সোনার ছোঁয়াকে শুভ বলে মনে করা হয়। এমনকি উৎসব বা শুভ কাজের আগে সোনা কে না বা সোনা উপহার দেওয়ার রীতি রয়েছে। আবার অনেকেই সোনা কে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সে ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগের থেকে বেশি লাভ পাওয়া যায়। তবে বর্তমান বাজারে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। উৎসবের মরশুমের আগে আবারো কিছুটা বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)।

২’রা সেপ্টেম্বর বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার (Gold) দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। প্রসঙ্গত, সাধারণত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে সোনার দাম। এর উপর ভিত্তি করে সোনা কিংবা রুপোর দর কখনও বাড়ে আবার কখনও কমে। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট (Gold Price)।

মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০০১০টাকা (+৯০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০০১০০টাকা (+৯০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৫৩০ টাকা (+৯৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৫৩০০টাকা (+৯৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৪৮০টাকা (+১০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৪৮০০টাকা (+১০০০)।

Gold Price find out what the price of gold will be in the market on september 2nd

আরও পড়ুন: কলকাতাবাসীর জন্য সুখবর! শিয়ালদহ টু বনগাঁ, কৃষ্ণনগর লাইনে চালু হচ্ছে এসি লোকাল, ভাড়া কত?

সোনার পাশাপাশি আজ রুপোর দাম (Silver Price) দেখে নিন‌। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৩৭০(+২৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৩৭০০(+২৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৩৬০টাকা (+২৪০)। ১ কেজি রুপোর বাটের দাম ১২৩৬০০টাকা (+২৪০০)।

মধ্যবিত্তদের কাছে সোনা (Gold) অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম (Silver Price)।

বিশেষজ্ঞদের মতে চলতি বছরের সোনার দাম এক লাখ টাকা হয়ে যেতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার (Gold) চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়ছে।