সুখবর! উৎসবের মরশুমের আগে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price good news gold rate fall ahead of festive season

বাংলা হান্ট ডেস্ক: অগস্টের শেষ আবারও অমল সোনার দাম (Gold Price)। রবিবারের তুলনায় সামান্য কমলো হলুদ ধাতুর দর। এই হলুদ ধাতুর দর কমায় হাঁফ ফেলছেন মধ্যবিত্তরা‌। পাশাপাশি উৎসবে মরশুমের আগে সোনার দাম কমায় বেঁচেছেন বিক্রেতারা। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।

অগস্টের শেষ সপ্তাহে সোনার দাম কত বাজারে, জানুন (Gold Price)

সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। শুধুমাত্র গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। দেখুন আজকে কলকাতা ও অন্যান্য শহরে সোনার দাম কত।

আজ কলকাতায় ১০ গ্ৰাম ২২ ক্যারেট (Karat) সোনার দাম পড়বে ৯৩০৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰামের দাম পড়বে ১০১৫১০ টাকা। কলকাতা পাশাপাশি দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রামের দাম পড়বে ৯৩,২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম (Gold Price) পড়বে ১০১৫১০ টাকা।

Gold Price good news gold rate fall ahead of festive season

আরও পড়ুন: পুজোর আগে স্লিম হতে চান? ডায়েটে রাখুন হাই প্রোটিন সমৃদ্ধ এই পরোটা, ওজন কমবে হুড়মুড়িয়ে

আমেদাবাদে ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম সোনার দাম পড়বে ৯৩১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰামের দাম পড়বে ১০১৫১০ টাকা। জয়পুরে ২২ক্যারেট ১০ গ্ৰামের দাম পড়বে ৯৩২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰামের দাম পড়বে ১০১৬৬০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারেটের দাম পড়ছে ৯৩০৫০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰামের দাম পড়ছে ১০১৫১০ টাকা।

প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা (Gold) হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এছাড়া সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় (Gold) তত বেশি খাদ মেশানো হয়।