সোনার বাজারে খুশির হাওয়া! কমল হলুদ ধাতুর দর, দেখুন আজকের রেটে কী বদল এসেছে?

Published on:

Published on:

Gold Price has dropped how much will it cost to buy per gram

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) বেড়েছে। কিন্তু আজ বাজারে হলুদ ধাতুর দর কমেছে কিছুটা। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে আজ সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। তবে বর্তমানে সোনার দাম যে হারে বেড়েছে তাতে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তদের। কিন্তু শুক্রবার কিছুটা হলেও কমেছে সোনার দাম (Gold Price)। যার ফলে হাঁপ ছেড়ে বেঁচেছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত রয়েছে।

Gold Price has dropped how much will it cost to buy per gram

আরও পড়ুন: পুজোর ভিড় এড়িয়ে শান্তির খোঁজ করছেন? পকেটের চাপ কমাতে গন্তব্য হোক এই পাহাড়ি গ্রাম

শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৪৬০ টাকা (-১০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৪৬০০ টাকা (-১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০০৫ টাকা (-১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০০৫০টাকা (-১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৯৫০ টাকা (-১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৯৫০০টাকা (-১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৫৪০(+৩০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৫৪০০(+৩০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৫৩০ টাকা (+৩০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৫৩০০টাকা (+৩০০)।

সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। সূত্রের খবর,এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) আবার বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।