বাংলা হান্ট ডেস্ক: বাজারে সোনা (Gold price) ও রুপোর (Silver Price) ক্রমাগত দামের ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। রাখি পূর্নিমার আগের দিন বাজারে সোনার দাম কত জেনে নিন।
শুক্রবার ৮ অগস্ট বাজারে সোনা ও রুপোর দাম কত হল? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold price) বৃদ্ধি (Increase) পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বাজারে সোনার দাম কত এক নজরে দেখে নিন।
শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬৫০ টাকা (+৪৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬৫০০টাকা (+৪৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১৫৫ টাকা (+৫০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০১৫৫০টাকা (+৫০০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০১০৫টাকা (+৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০১০৫০টাকা (+৫০০)। আজ ১ কেজি রুপো (Silver Price) কিনতে আপনাকে দিতে হবে ১১৫১২১ টাকা।
আরও পড়ুন: অগস্টের পরপর তিনদিন ছুটি, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ঘুরে আসুন ওড়িশার ৩ টি জায়গা থেকে
প্রসঙ্গত, সোনা (Gold) কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা (Gold) হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এছাড়া সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
২০২৫ সালের অগস্ট মাসের শুরুতে সোনার দাম কিছুটা কম থাকলেও। বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সোনার দাম (Gold Price) একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এছাড়াও গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দামে ঊর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় (Gold) বিনিয়োগ বৃদ্ধির (Increase) ফলে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেয়েছে।