লাখের কাছাকাছি পৌঁছে গেল সোনার দাম! হলুদ ধাতুর দর দেখে মাথায় হাত মধ্যবিত্তের

Published on:

Published on:

Gold Price has reached close to one lakh Public hands on head

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) আগুন। বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। প্রসঙ্গত, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোনার দামে বড় পরিবর্তন, আজ হলুদ ধাতুর দর কত (Gold Price)?

বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯ হাজারের গণ্ডি পেরোল। তবে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ২২ ক্যারেট সোনা। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের দুর্বলতা ও নিরাপদ বিকল্পের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সোনার দাম। আজ অর্থাৎ মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম নজির গড়েছে। প্রসঙ্গত এর আগেও নজির গড়ে লাখ ছুঁয়েছিল ২৪ ক্যারেটের সোনা। ১৫ জুলাই মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ৯,৯৭৭ টাকা। ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামে ৯,১৪৫ টাকা। ১৮ গ্রাম সোনার দাম প্রতি গ্রামে ৭,৪৮৩ টাকা। তবে গতকালের থেকে ১০০ টাকা কমেছে সোনার দাম।

অপরদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ছিল ৯৮৭০০টাকা। । ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামের দাম ছিল ৯৩৮০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে।

Gold Price has reached close to one lakh Public hands on head

আরও পড়ুন: ব্রেকফাস্টে এই ৫টি খাবার রাখলেই কেল্লাফতে! ওজন কমবে নিমিষে…

প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।