বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম ফের ঊর্ধ্বমুখী (Gold Price)। আবারো একটানা বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। বৃহস্পতিবার কিছুটা বেড়েছে সোনার দাম। এর ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষদের। পাশাপাশি চিন্তায় পড়েছে বিক্রেতারা। একনজরে দেখে নিন বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম কত।
এক নজরে দেখে নিন আজকে বাজারে হলুদ ধাতুর দর কত? (Gold Price)
সোনার দামে (Gold Price) ফের ঊর্ধ্বমুখী। যদিও গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। পাশাপাশি কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম আবার বৃদ্ধি পেয়েছে। যার ফলে চিন্তায় পড়েছেন ক্রেতারা। প্রসঙ্গত, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম কত যাচ্ছে বাজারে।বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬০৫ টাকা (-১৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬০৫০টাকা (-১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১০৫ টাকা (-১১৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০১০৫০টাকা (-১১৫০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৫৫টাকা (-১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০৫৫০টাকা (-১৫০)।
আরও পড়ুন: শিক্ষাব্যবস্থায় বড় বদল! প্রাথমিক পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্ন করবে বিদ্যালয়, জানাল পর্ষদ
সোনার পাশাপাশি আজকে কলকাতায় রুপোর দাম (Silver Price) এক নজরে দেখে নিন। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৪১৫ (+৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪১৫০ (+৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪০৫ টাকা (+৭৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪০৫০ টাকা (+৭৫০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা (Gold) হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এছাড়া সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর (Karat) পাকা সোনা কেনেন।