বাংলা হান্ট ডেস্ক: অগস্টের দ্বিতীয় সপ্তাহে ক্রমাগত কমল সোনার দাম (Gold Price)। এমনকি শুক্রবার হলুদ ধাতুর (Gold) দাম কিছুটা কম ছিল। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতা ও বিক্রেতারা। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।
শুক্রবার বাজারে সোনার দাম কত? (Gold Price)
হলুদ ধাতু (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ। এক নজরে দেখে নিন আজকে বাজারে হলুদ ধাতুর (Gold Price) দর কত।
শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৬৫টাকা (০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৬৫০টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬০ টাকা (০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬০০টাকা (০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০১০টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০১০০টাকা (০)।
আরও পড়ুন: ওজন কমাতে টকদই দিয়ে ভাত খাচ্ছেন! অজান্তেই শরীরের বড় রোগ ডেকে আনছেন না তো?
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।
অপরদিকে, সোনার ক্যারেট (Gold Karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়। এছাড়াও, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।