চলতি বছরে ৩৫ বার “অল-টাইম হাই”-তে পৌঁছেছে সোনার দাম! কারণ জানলে উঠবেন চমকে

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনার দাম (Gold Price)। এই বছর এখনও পর্যন্ত সোনা “অল-টাইম হাই”-তে ৩৫ বার পৌঁছেছে। শুধু তাই নয়, এই দাম বৃদ্ধির গতি থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এই বছর সোনার দাম বেড়েছে ৩৩ শতাংশ। এমতাবস্থায়, প্রশ্ন হচ্ছে সোনার দাম এত বাড়ছে কেন?

ক্রমশ বাড়ছে সোনার দাম (Gold Price):

এর সবচেয়ে বড় কারণ হল বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলি বেশি পরিমাণে সোনা ক্রয় করছে। এর মধ্যে ভারত, চিন, তুরস্ক এবং পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি এগিয়ে রয়েছে। বিশ্বের মোট গোল্ড রিজার্ভের ১২.১ শতাংশ সেন্ট্রাল ব্যাঙ্কের হাতে রয়েছে। যেটি ১৯৯০ সালের পর সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হচ্ছে।

Gold price have hit "all-time highs" 35 times this year.

চলতি বছর সেন্ট্রাল ব্যাঙ্কের সোনার মজুত ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং গত এক দশকে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। ভারত, চিন, তুরস্ক এবং পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিনের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার অংশ ৫.৪ শতাংশে পৌঁছেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিনে সোনার মজুত পৌঁছেছে ২,২৬৪ টনে। বিশ্বে সোনার ব্যবহার সবচেয়ে বেশি হয় চিনে। প্রসঙ্গত, বিশ্বের পাঁচটি দেশে চিনের চেয়েও বেশি সোনার মজুত রয়েছে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন অধিনায়ক পেল পাকিস্তান! কার ওপর রাখা হল ভরসা?

সেন্ট্রাল ব্যাঙ্ক কেন সোনা কিনছে: ২০২২ এবং ২০২৩ সালে, সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলি ১,০০০ টনের বেশি সোনা কিনেছিল। এর কারণ হল, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে। এই কারণেই বিশ্বের একাধিক দেশগু এখন তাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে মার্কিন ডলারের অংশ কমিয়ে সোনা বাড়াচ্ছে। এছাড়াও, সোনাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কার্যকরী হিসেবে দেখা হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাও এক্ষেত্রে প্রভাব ফেলেছে। ইতিহাস সাক্ষী আছে, যে পৃথিবীতে যখনই কোনও সঙ্কট দেখা দেয় তখনই সোনার দাম (Gold Price) বেড়ে যায়।

আরও পড়ুন: মাত্র 699 টাকায় মিলবে 4G ফোন! দীপাবলির উপহার নিয়ে হাজির হলেন মুকেশ আম্বানি

কার কাছে সবচেয়ে বেশি সোনা আছে: জানিয়ে রাখি যে, আমেরিকায় বিশ্বের সবচেয়ে বড় সোনার মজুত রয়েছে। ওই দেশের সরকারি কোষাগারে ৮,১৩৩ টন সোনা (Gold Price) জমা রয়েছে। এর পরেই রয়েছে জার্মানি (৩,৩৫৩ টন), ইতালি (২,৪৫২ টন), ফ্রান্স (২,৪৩৭ টন), রাশিয়া (২,৩৩৫ টন)। ইউরোপের ছোট দেশ সুইজারল্যান্ডে ১,০৪০ টন সোনা রয়েছে. এছাড়াও, জাপানে ৮৪৭ টন এবং ভারতের কাছে ৮৪০ টন সোনা রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, ভারতের সাধারণ মানুষের কাছে প্রায় ২৫,০০০ টন সোনা রয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর