বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম (Gold Price)বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। তবে ২০২৬-এ সোনা ও রুপোর রেকর্ড দাম হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রেকর্ডের পথে সোনা-রুপো! ২০২৬ সালে কতদূর যেতে পারে দাম (Gold Price)
বিগত কয়েক দিন ধরে সোনার দামে (Gold Price) বড় উন্নতি হয়েছে, তা সকলেই লক্ষ্য করেছেন। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রেও সোনা সামান্য বেড়েছে। অপরদিকে রেকর্ড উচ্চতার পর মুনাফা তুলে নেওয়ার কারণে রুপোর দামে হালকা পতনও দেখা গেছে।যেখানে বৃহস্পতিবার রুপোর দাম সর্বোচ্চ গিয়ে পৌঁছয়। সেই দিন এমসিএক্স রুপোর দাম প্রতি কেজিতে ছুঁয়েছিল ১,৯৮,৮১৪ টাকার যা দিনের শেষে ৫.৩৩% বেড়ে হয় ১,৯৮,৭৯৯ টাকা। একই দিনে সোনার ২% বেড়ে ১০ গ্রামের দাম হয়েছিল ১,৩২,৪৬৯ টাকা।

আরও পড়ুন: শহরের রাস্তায় কড়া নজরদারি, বডি ক্যামেরা বাধ্যতামূলক হাওড়া পুলিশের
আর এইভাবে সোনা ও রুপোর দাম বৃদ্ধির ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিং ফেডারেল রিজার্ভের ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সিদ্ধান্ত আগামী বছর আরও এক দফা হার কমতে পারে। এর ফলে সোনা ও রুপোর দুই ধাতুর চাহিদা বৃদ্ধি পাবে। যার কারনে সোনা ও রুপোর দাম আগামী বছর আরও বেড়ে যাবে।
পাশাপাশি, সুদের হার কমলে সাধারণত দুর্বল হয় ডলার। এছাড়াও নিরাপদ বিনিয়োগ হিসেবে সাধারণ মানুষ সোনাকে বিনিয়োগ করে। এবং দিনকে দিন এই মূল্যবান ধাতুর বিনিয়োগের প্রতি যোগ বাড়ছে জনগণের। যার কারণবশত স্পষ্ট প্রভাব বাজারে পড়ছে। তবে এমসিএস গোল্ড সামান্য উর্ধ্বমুখী হয়ে হয় ১৩৩,৬২২ প্রতি ১০ গ্রাম গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি বর্তমানে সোনার দাম রয়েছে ১,৩৪,০০০ থেকে ১,৩৫,০০০ রেজিস্ট্যান্ট জোনের ঠিক নিচে। যেখানে সপ্তাহে সর্বোচ্চ দাম ছুঁয়েছিল প্রায় ১,৩৫,২৬৩।
অন্যদিকে, এমসিএস সিলভার প্রায় প্রতি কেজি স্তরে নেমে এসেছে ১,৯২ ৬০০ টাকায়। যেটা আগের সপ্তাহে ২,০০,০০০ ওপরে পৌঁছানোর পর সেখানে অন্য এক ইঙ্গিত দিয়েছিল (Gold Price)। তবে বিশ্বব্যাপী সর্বাধনের ঘাটতি ও সৌরশক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্পী চাহিদার রুপোর দাম কে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু বর্তমানে সোনা ও রুপোর চাহিদা যে তুঙ্গে থাকবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।












