লক্ষ্মীবারে বড় চমক! সোনার দামে আরও বদল, জানুন ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর

Published on:

Published on:

Gold Price how much are going to be in the market in early november

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) প্রতিদিনই ওঠানামা করছে। তবে মাঝখানেই যে পরিমাণে হলুদ ধাতুর দর বেড়ে গিয়েছিল তা তে পকেটে চাপ পড়েছিল মধ্যবিত্তের। কিন্তু বিয়ের মরশুমে কিছুটা কমলো গোল্ড প্রাইস। আপনি যদি আজকে সোনার গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন লেটেস্ট প্রাইস।

নভেম্বরের শুরুতে বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। জানুন আজকের রেট (Gold Price)।

Gold Price how much are going to be in the market in early november

আরও পড়ুন: লটে ভুলে কাতলার ঝুরি ট্রাই করেছেন? রইল রেসিপি, স্বাদে দেবে রেস্তরাঁকেও টক্কর

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৫১০টাকা (-৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৫১০০টাকা (-৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২১১০ টাকা (-৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২১১০০টাকা (-৪০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২০৫০টাকা (-৪০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২০৫০০টাকা (-৪০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৭৩৫(-৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৭৩৫০(-৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৪৭২৫টাকা (-৫০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৭২৫০টাকা (-৫০০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন। হলমার্কিং এ বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয় (Gold Price)। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।