বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেয়েই চলেছে। হলুদ ধাতুর দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এবার দীপাবলী ও ধনতেরাসে সোনার বাজারে বড় ধাক্কা লেগেছে। সূত্রের খবর, ভারতীয় বাজারে সোনার চাহিদা গত বছরের তুলনায় এই বছর ২৫% কমে গিয়েছে। এর ফলে স্বর্ণ ব্যবসায়ীদের চাপে পড়তে হয়েছে। কারণ উৎসবের সিজনে সাধারণত গয়না কেনার হিসাব হিসেবে ধরা হয়। তবে বর্তমানে সোনার দাম আকাশচুম্বী হওয়ায় মধ্যবিত্তরা অর্থনৈতিক চাপের কারণে হাত গুটিয়ে নিয়েছে।
মন্দা বাজারে সোনা! রেকর্ড কমেছে ক্রেতাদের ভিড় (Gold Price)
সোনার দাম (Gold Price) ক্রমাগত বেড়ে যাওয়ার বিষয়ে বিশেষজ্ঞতা জানান, ট্রাম্পের শুল্কো নীতি ও ভুরাজনৈতিক টানাপোড়নের ফলে এই বছর সোনার দাম এতটা পরিমানে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে সোনার পতন দেখা দিচ্ছে। এমনকি এটি রেকর্ড ব্রেকিং সোনার দাম বছরের মধ্যে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম (Gold Price) টানা বাড়তে থাকায় ভারতের প্রতি ১০ গ্রাম সোনার মূল্য এখন এক লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর ফলেও মধ্যবিত্তরা সোনা (Gold) কেনার থেকে দূরে থাকছেন। এছাড়াও কলকাতা সহ অন্যান্য বড় শহর গুলিতে গয়না বিক্রি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: এসি লোকালে বড় আপডেট! চলতি সপ্তাহের শুরু থেকেই আরও ৭টি স্টেশনে দাঁড়াবে ট্রেন
এছাড়াও সোনার পাশাপাশি বেড়েছে খাদ্যপণ্য, জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রিক দাম। যার কারণবশত পরিবারগুলো এখন সোনা কেনাকে বিলাস বহুল বলে মনে করছেন। তাছাড়াও দেশের বড় বড় জুয়েলার্স সমিতিরা জানাচ্ছে, সোনার দাম এত পরিমাণে বেড়ে যাওয়ায় গ্রাহকদের ক্রয় ক্ষমতা পরিবর্তনে তাদের ব্যবসায় সরাসরি প্রভাব ফেলেছে। আবার অনেক দোকানদার বিশেষ অফার ও ছাড় ঘোষণা করলেও শেখানো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।
কিন্তু বর্তমানে সোনার দাম বেড়ে গেলেও, তরুণ প্রজন্ম বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার ও ডিজিটাল গোল্ড এর দিকে ঝুঁকছে। ফলে সোনার ঐতিহ্যবাহী চাহিদা কিছুটা বদলাচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ মেয়াদে এই প্রবণতা সোনার বাজারে প্রভাব ফেলতে পারে। এছাড়াও অর্থনীতিবিদদের মতে এই পতন সাময়িক। , ভারতের মতো দেশে সোনা শুধু অলংকার নয় সংস্কৃতির ঐতিহ্য বিনিয়োগের প্রতীক। সামনে বিয়ের সিজেন আসছে। সেই সময় সোনার (Gold) চাহিদা আবার কিছুটা হলেও বাড়তে পারে।