বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তবে সোনার দামের (Gold Price) উঠা পড়া কমার ক্ষেত্রে রেহাই নেই। ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম। অগস্টের শেষ সপ্তায় ক্রমাগত উর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। এই দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই পুজোর আগে সোনার গহনা কেনার পরিকল্পনা বাতিল করেছেন। আজকে আপনিও যদি সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত যাচ্ছে।
আজকে বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জানুন? (Gold Price)
দেখতে দেখতে গত ১০ দিনে ভারতে সোনার দাম উল্লেখযোগ্য পাবে কমেছে। ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।
শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬৯৫টাকা (-১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬৯৫০টাকা (-১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০ টাকা (-২০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০০টাকা (-২০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০১৫০টাকা (-২০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০১৫০০টাকা (-২০০)।
আরও পড়ুন: অতিথি আপ্যায়নের নতুন স্বাদ, এবার নিরামিষ ভাবেই বানান ভিন্ন স্বাদের ‘পাতুরি’, রইল রেসিপি
সোনার পাশাপাশি আজ রুপোর দাম (Silver Price) কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৭৬০(+১০০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৭৬০০(+১০০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৭৫০টাকা (+১০০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৭৫০০টাকা (+১০০০)।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর (Karat) পাকা সোনা কেনেন (Gold Price)।
বিশেষজ্ঞদের মতে চলতি বছরের সোনার দাম এক লাখ টাকা হয়ে যেতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অনেকে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।