রাখি পূর্ণিমার আগে সোনার দাম বাড়ল না কমল? ১ গ্ৰাম কিনতে কত খরচ হবে, রইল আজকের রেট

Published on:

Published on:

Gold Price increase or decrease before Rakhi Purnima here is today's rate

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। রাখি পূর্নিমার আগে বদল হল হলুদ ধাতুর দর। যদিও কিছু দিন আগে সোনার দাম এক লাখ টাকা ছুঁয়েছিল সোনার দাম (Gold)। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই চিন্তায় পড়েছিলেন। তবে আগস্ট মাসের শুরুতেই সোনার দাম (Gold Price) কমায় হাফ ছেড়ে বেঁচেছে সাধারন জনগন।

দেখে নিন আজ ১ গ্ৰাম সোনার দাম কত? (Gold Price)

গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা (Gold) কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা (Gold) ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। তো দেখে নিন আজকে বাজারে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে।

Gold Price increase or decrease before Rakhi Purnima here is today's rate

আরও পড়ুন: বর্ষায় অতিথির আগমন, কষা বা ঝোল নয়! রইল সহজ এই মটনের পদটি, জানুন রেসিপি

আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৯৯,০০০ টাকা। ২২ক্যারেট (Karat) ১০ গ্ৰামের সোনার দাম প্রায় ৯১,৪০০ টাকা। এছাড়া আজ রুপোর দামে তেমন কিছু হেরফের হয়নি।উল্লেখ্য, আজ কলকাতায় ২৪ ক্যারেট (Karat) সোনার জন্য দিতে হবে ১০,১৪০ টাকা। এছাড়া প্রতি গ্ৰামে ২২ ক্যারেট সোনার জন্য দিতে হবে ৯২৯৫ টাকা। পাশাপাশি, আজ ১৮ ক্যারেট সোনার দাম ৭৬০৫ টাকা।

প্রসঙ্গত, সোনার দাম (Gold Price) একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এছাড়াও গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দামে ঊর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় (Gold) বিনিয়োগ বৃদ্ধির (Increase) ফলে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেয়েছে।