বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে মধ্যবিত্তের কপালে ভাজ পড়েছে। তবে এই রেকর্ডের গতি অব্যাহত রেখে আরো বাড়তে পারে ২০২৬ এ সোনার দাম। সূত্রের খবর কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, মুদ্রাস্ফীতি ও বিশ্ব অর্থনৈতিক উদ্বেগের কারণে হলুদ ধাতুর দর বেড়ে যাবে।
মধ্যবিত্তের পকেটে চাপ! ২০২৬ এ সোনার দাম শুনে শিউরে উঠবেন (Gold Price)
বিয়ে হোক বা উৎসবের মরশুম হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম (Gold Price) লাখ টাকা ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে সোনা দামের নতুন রেকর্ড গড়তে পারে। ছাড়িয়ে যেতে পারে ১ লাখ ৫০ হাজার গণ্ডিও। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, ২০২৬ সালে সোনার দাম প্রতি ট্রয় আউন্স ৫,০০০ ডলার ছুঁতে পারে, যা প্রায় ২০% বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: মাটন কষা বা ঝোল নয়! এবার বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের গুস্তাবা, রেসিপি রইল
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন দাম বাড়তে থাকার পাশাপাশি বিশ্বের অস্থির অর্থনৈতিক পরিস্থিতি সোনায় বিনিয়োগে নিরাপদ তাই নিরাপদের দিকেও সোনার চাহিদা শীর্ষে থাকবে। যার ফলে বহু মানুষ এই সময় সোনা বিনিয়োগের খরচ করবে।
এছাড়াও অনেক বিনিয়োগকারী সোনা বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। কারণ এর পরে যাতে উচ্চ দামী সেই সোনা বা সোনার গয়নাগুলো বিক্রি করে মুনাফা ঘরে তুলতে পারে। পাশাপাশি গোল্ডম্যান সাকসেস পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৭০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশ্বাস করেন সোনার দাম আরও বাড়বে। তারমধ্যে ৩৬% বিনিয়োগকারী মনে করেন ২০২৬ সালের শেষে দাম ৫,০০০ ডলারের উপরে যাবে।
এছাড়াও ব্যাঙ্ক অফ এমেরিকা মনে করছে আগামী বছর সোনার দাম প্রায় হয়ে যেতে পারে ৫০০০ পর্যন্ত। যা বর্তমানের দামের তুলনায় প্রায় ১৯% বেশি। পাশাপাশি ডয়েশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের সোনার দাম ৪৯৫০ পর্যন্ত যেতে পারে ১৮ শতাংশ বৃদ্ধি হয়ে। এছাড়াও, গোল্ডম্যান স্যাকসেরও মতে আগামী বছর ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম (Gold Price) ৪,৯০০ ডলার ছুঁতে পারে। HSBC-ও বলছে, ২০২৬ সালে সোনার দাম ৩,৬০০ ডলার থেকে সর্বোচ্চ ৪,৪০০ ডলার হতে পারে।












