বিয়ের মরশুমের আগে ফের বাড়ল সোনা ও রুপোর দাম! আজ ১ গ্রামের রেট কত? জানুন

Published on:

Published on:

Gold Price increased again on friday know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর পড়তে না পড়তে সোনার দামে (Gold Price) আগুন। হলুদ ধাতুর দর বেড়ে যাওয়ায় ফলে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। তার উপর সামনেই আসছে বিয়ের মাস। এই  সময় সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, গহনা কিনতে গিয়ে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। কিন্তু আজ আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে তাহলে দেখে নিন লেটেস্ট রেট।

শুক্রবারে ফের বেড়ে গেল সোনার দাম, দেখুন আজকের গোল্ড প্রাইস (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। আবার শুধুমাত্র সোনা গহনা হিসাবে নয়, মধ্যবিত্তের সঞ্চয়ের অন্যতম মাধ্যম হয়। কারণ, সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তো দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price increased again on friday know todays rate

আরও পড়ুন: নতুন স্বাদের খোঁজে? এবারের শীতে বানিয়ে ফেলুন সুস্বাদু বেসনের শিরা, প্রণালী রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩০০০টাকা (-৯৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩০০০০টাকা (-৯৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৮০ টাকা (-১০০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৬৮০০ টাকা (-১০০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৬১০ টাকা (-১০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৬১০০টাকা (-১০০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৯৫৫ (-১০২৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৯৫৫০(-১০২৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৯৪৫ টাকা (-১০২৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৯৪৫০ টাকা (-১০২৫০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। তাই ২৪ ক্যারেট সোনার দাম বরাবর বেশি থাকে (Gold Price)।