বাংলা হান্ট ডেস্ক: মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে সোনার দাম (Gold Price) দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর সোনার দাম বৃদ্ধি পাওয়া চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটে। তার ওপর পুজোর মাস পড়তে না পড়তে ক্রমাগতভাবে যেভাবে হলুদ ধাতুর দাম পড়ছে তাতে চিন্তায় পড়ছেন সাধারণ মানুষেরা। উৎসবের মরশুম সোনা কেনার ইচ্ছে থাকলেও, সেসব এখন মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান। আপনি যদি আজ সোনা কেনেন। তাহলে একবার চোখ বুলিয়ে নিন আজকের গোল্ড প্রাইসের উপর।
দেখে নিন আজকে বাজারে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে? (Gold Price)
সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করেই চলেছে। পুজোর মাস পড়তে না পড়তে আবারও বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। তার উপর সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার (Gold) দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষদের। দেখুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০১৩০ টাকা (+১৫০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০১৩০০টাকা (+১৫০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৬৬০০ টাকা (+১৬০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৬৬০০টাকা (+১৬০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৬০৫টাকা (+১৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৬০৫০টাকা (+১৫৫০)।
আরও পড়ুন: অভূতপূর্ব সাফল্য কলকাতা মেট্রোর, পুজোর মুখেই গড়ল ইতিহাস
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৩৯০(+৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৩৯০০(+৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৩৮০টাকা (+৯৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১২৩৮০০টাকা (+৯৫০)।
প্রসঙ্গত, সোনা কেনার ক্ষেত্রে সবসময় সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। তবে উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা।