রাতারাতি ছক্কা হাঁকাল সোনা, রুপোর দাম একদিনে বাড়ল ৮৭০০ টাকা: আজকের রেট

Published on:

Published on:

gold price(37)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের মরসুমে সোনার দাম (Gold Price) বাড়ল ফের। পর পর দু’দিন সোনার দাম কমেছিল। তবে বৃহস্পতিবার আবারও বাড়ল দাম। চলতি বছরের শুরু থেকেই হলুদ ধাতুর দর লাফিয়ে বাড়ছে। শেষে এসেও সেই ধারা অব্যাহত। বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই বিয়ের মরসুমে সোনার দাম ফের বাড়ায় সাধারণ মানুষের চিন্তা কাটছে না।

বিয়ের মরসুমে সোনার চাহিদা বাড়লেও দাম মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। বর্তমান সময়ে সোনার দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের হাতের নাগাল থেকে সোনা বেরিয়েই যাচ্ছে। উল্লেখ্য, রিপোর্ট বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে।

শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১১ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

বৃহস্পতিবার বাড়ল সোনার দাম। গতকালের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে প্রতি দামে। একদিনে দাম বেড়ে দাঁড়িয়েছে ১২২৬০ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২২৬০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৫০০ টাকা।

স্বাভাবিকভাবেই এদিন ২৪ ক্যারাট সোনার দামও বেড়েছে। বৃহস্পতিবার প্রতি এক গ্রামে দাম ৫৫ টাকা করে বেড়ে হয়েছে ১২৯০০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯০০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৫৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: চলতি বছরেই আসবে সপ্তম পে কমিশন? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

রুপোর দাম

রুপোর দামেও বড়সড় লাফ। চলতি বছর রুপোর চাহিদা তুঙ্গে। তেমনই দাম সমানে বাড়ছে রুপোলি ধাতুর। রুপোর গহনা ট্রেন্ডিং এ চলছে বর্তমানে। সোনার পাশাপাশি রুপোর দামও লাফিয়ে বাড়ল এদিন। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৮৭৭৫ টাকা। একদিনে দাম বেড়েছে ৮৭০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৮৭৭৫০ টাকা। গতকালের থেকে ৮৭০০ টাকা দাম বেড়েছে।