সব রেকর্ড ভাঙল সোনা! রাতারাতি দাম বাড়ল ২৩০০ টাকা, আজকের রেট

Published on:

Published on:

gold price(39)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনার দাম বাড়ল লাফিয়ে। চলতি বছরের শুরু থেকেই উর্দ্ধমুখী হলুদ ধাতু। বছর শেষে এসেও স্বস্তি নেই। লাফিয়ে দাম বৃদ্ধি পাচ্ছে হলুদ ধাতুর। বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। এই বিয়ের মরসুমে সোনার দাম (Gold Price) এভাবে বাড়ায় চিন্তাও বাড়ছে।

বিয়ের মরসুমে সোনার চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। যা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে রীতিমতো। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৩ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

পরপর তিন দিন বাড়ল সোনার দাম। গতকাল দাম ছিল ১২৩২০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২৫৫০ টাকা। প্রতি ১ গ্রামের দাম বেড়েছে ২৩০ টাকা। একদিনেই লাফিয়ে বেড়েছে দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৫৫০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ২৩০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামও উর্দ্ধমুখী। প্রতি এক গ্রামে দাম ২৪০ টাকা করে বেড়ে দাম বেড়েছে। এদিন এক গ্রামের দাম হয়েছে ১৩২০৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩২০৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ২৪০০ টাকা যা অনেকটাই বেশি।

gold price(19)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

gold rate(1)

২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ্য, রিপোর্ট বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

gold price(29)

আরও পড়ুন: লাগবে মাত্র কয়েক মিনিট! বাড়িতে থাকা বিস্কুট দিয়েই বড়দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কেক, প্রণালী জানুন

রুপোর দাম

রুপোর দামও রেকর্ড বেড়েছে একদিনে। রুপোলি ধাতুও প্রায় দু লক্ষ ছুঁইছুঁই। রুপোর গহনা ট্রেন্ডিং এ চলছে বর্তমানে। সোনার পাশাপাশি রুপোও দামি হয়েছে অনেকটাই। শনিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৯৪২০ টাকা। একদিনে দাম বেড়েছে ৪৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৯৪২০০ টাকা। রাতারাতি ৪৯০০ টাকা দাম বেড়েছে।