বাংলা হান্ট ডেস্কঃ পরপর কমছিল সোনার দাম। তবে এবার ফের একবার বাড়ল। সঞ্চয় হোক বা গহনা, সোনা (Gold Price) বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। চলতি বছরের শুরু থেকেই যেভাবে হুড়মুড়িয়ে সোনার দাম বাড়ছে তাতে চাপ বাড়ছে মধ্যবিত্তের। লক্ষ্মীবারেও উর্দ্ধমুখী হলুদ ধাতু।
গত কয়েকদিন সোনার দাম সামান্য নামলেও তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। বছর শেষে এসেও স্বস্তি দিতে পারছে সোনা। এদিনও একই ট্রেন্ড বজায় রয়েছে। কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৮ ডিসেম্বর সোনার দাম কত হল?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
বৃহস্পতিবার বেড়েছে সোনার দাম। আজ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৪৫ টাকা। প্রতি ১ গ্রামের দাম বেড়েছে ২৫ টাকা করে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৪৫o টাকা। রাতারাতি দাম বেড়েছে ২৫০ টাকা। একইভাবে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২৬৪৫o০ টাকা। দাম বেড়েছে ২৫০০।

এদিন সামান্য বেড়েছে ২৪ ক্যারাট সোনার দামও। এদিন এক গ্রামের দাম হয়েছে ১৩৩০০ টাকা। ২৫ টাকা গ্রামে দাম বেড়েছে গতকালের তুলনায়। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৩০০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৫০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।
আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হাইকোর্টে! কেন
রুপোর দাম
রুপোর দাম এদিন রেকর্ড বেড়েছে। রুপোলি ধাতু ২০০০০০ টাকায় পৌঁছে গেল। চলতি বছর সোনাকে টেক্কা দিয়ে লাফিয়ে বেড়ে চলেছে রুপোলি ধাতুর দাম। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হল ২০০০০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ২০০০০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৬৮০০ টাকা।












