রাতারাতি এক ধাক্কায় বাড়ল সোনার দাম! কলকাতায় ২২ ও ২৪ ক্যারাটের দর কত জানুন…

Published on:

Published on:

gold price(44)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনার দাম ফের বাড়ল। গতকাল বৃহস্পতিবার কিছুটা বেড়েছিল সোনার দাম। এদিনও সেই ট্রেন্ড বজায় রইল। সঞ্চয় হোক বা গহনা, সোনা (Gold Price) বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে সোনার দাম যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে যাচ্ছে তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

চলতি বছরের শুরু থেকেই হুড়মুড়িয়ে সোনার দাম বাড়ছে। আজও উর্দ্ধমুখী হলুদ ধাতু। অর্থাৎ বছর শেষেও স্বস্তি নেই হলুদ ধাতুতে। কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৯ ডিসেম্বর সোনার দাম কত হল?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

গতকাল ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১২৬৪৫ টাকা। আজ প্রতি ১ গ্রামের দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ১২৬৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬৬০০ টাকা। দাম বেড়েছে ১৫০ টাকা। একইভাবে ১০০ গ্রাম সোনার দাম ১৫০০ টাকা বেড়ে হয়েছে ১২৬৬০০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামও এদিন উর্দ্ধমুখী। এক গ্রামের দাম হয়েছে ১৩৩২০ টাকা। গতকালের তুলনায় ২০ টাকা দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৩২০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা বেড়েছে।

gold price(26)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

gold price(37)

আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: SSC মামলায় সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়াতেই বড় স্বস্তিতে রাজ্য, খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন…

রুপোর দাম

রুপোর দাম রোজ নতুন রেকর্ড ভাঙছে। গতকালই রুপোলি ধাতু ২০০০০০ টাকায় পৌঁছে গিয়েছে। আজ দাম আরও বাড়ল। চলতি বছর লাফিয়ে বেড়ে চলেছে রুপোলি ধাতুর দাম। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হল ২০০০ টাকা বেড়ে হয়েছে ২০২০০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২০২০০০ টাকা। দু’দিনে দাম বেড়েছে ৮৮০০ টাকা।