রাতারাতি সোনার দাম বাড়ল বিরাট, রুপোয় বৃদ্ধি ২৪৫০ টাকা, আজকের রেট (২ ডিসেম্বর)

Published on:

Published on:

gold price(30)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিন কমার পর ফের বাড়ল সোনার দাম (Gold Price)। বিয়ের মরসুমে সোনার দাম লাগাতার বাড়তে থাকায় চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। কারণ এই সময় নিজেদের বিয়ের জন্য হোক কিংবা কারোর বিয়েতে উপহার দিতে, সোনা কম-বেশি কিনতেই হয়। এরই মধ্যে মঙ্গলবার ফের দাম চড়ল হলুদ ধাতুর। এদিন সোনা কেনার পরিকল্পনা থাকলে কিছুটা বেশি অর্থ ব্যয় হবে।

সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। ২ ডিসেম্বর সোনার দাম কত হল? আজ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

এদিন সোনার দাম বাড়ল কিছুটা। মাসের শুরুতেই কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১২৩৫০ টাকা। একদিনে প্রতি গ্রামে ৯০ টাকা দাম বেড়েছে। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২৩৫০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৯০০ টাকা করে বেড়েছে। আর ১০০ গ্রাম সোনার দাম বেড়ে ৯০০০ টাকা।

gold price(29)

২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে স্বাভাবিকভাবে। মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৯৯৫ টাকা। প্রতি এক গ্রামে দাম বেড়েছে ৯৫ টাকা করে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯৯৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম এদিন বেড়েছে ৯৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ডিসেম্বরে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

gold price(28)

আরও পড়ুন: এবার ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন ডিজিটাল ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেখুন পদ্ধতি

রুপোর দাম

বিয়ের মরসুমে রুপোর চাহিদাও বাড়ছে। যেহেতু রুপো এখন ট্রেন্ডিং। সোনার পাশাপাশি রুপোর দামও বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৭৫৬৫ টাকা। গতকালের থেকে ২৪৫ টাকা বেড়েছে। আর ১ কেজি রুপোর দাম কম দাম বেড়ে হয়েছে ১৭৫৬৫০ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ২৪৫০ টাকা।