বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষেও স্বস্তি নেই। সোনা ও রুপোর দাম বাড়ছে সমানে। এদিনও সেই ট্রেন্ড বজায় রইল। সঞ্চয় হোক বা গহনা, সোনা (Gold Price) বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে সোনার দাম যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে যাচ্ছে তা দিন দিন মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাড়ছে চিন্তা। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
মঙ্গলবার উর্দ্ধমুখী হলুদ ধাতুর দর। তাই আজ সোনা কেনার পরিকল্পনা থাকলে কিছুটা বেশি অর্থ ব্যয় হবে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ২৩ ডিসেম্বর সোনার দাম কত হল? কত টাকা বাড়ল প্রতি গ্রামে? জেনে নিন।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৭৯৫ টাকা। প্রতি ১ গ্রামের দাম ১৫০ টাকা বেড়েছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৭৯৫০ টাকা। দাম বেড়েছে ১৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২৭৯৫০০ টাকা। রাতারাতি অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে।
২৪ ক্যারাট সোনার দামও স্বাভাবিকভাবে উর্দ্ধমুখী। এক গ্রামের দাম হয়েছে ১৩৪৬৫ টাকা। গতকালের তুলনায় ১৬৫ টাকা দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৪৬৫ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৬৫০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: নিরামিষ পোলাও খেয়ে মুখে চর পড়েছে? স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন ভিন্ন ধরনের এই রেসিপিটি
রুপোর দাম
রুপোর দাম এদিনও নতুন রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই রুপোলি ধাতু ২০০০০০ টাকায় পৌঁছে গিয়েছে। আজ দাম লাফিয়ে বেড়েছে ফের। মঙ্গলবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২০৮৮০ টাকা। একদিনে ৪০০ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২০৮৮০০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ৪০০০ টাকা।












