রাতারাতি বড় বদল সোনার দামে! বাজারে ১ ভরি সোনার দাম কত হল আজ? জানুন…

Published on:

Published on:

gold price(47)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেনা হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। চলতি বছরের শুরু থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। এদিনও ছাড় নেই। বছর শেষেও সোনার দামে মধ্যবিত্তের জন্য স্বস্তি এল না। আজ ২৪ ডিসেম্বর, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত হল? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১২৭৯৫ টাকা। এদিন তা দাঁড়িয়েছে ১৩০৫০ টাকা। একদিনে দাম বেড়েছে ২৫৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩০৫০০ টাকা। দাম বেড়েছে ২৫০০ টাকা। রাতারাতি অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে ২২ ক্যারাট সোনার ক্ষেত্রে।

২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৭৩০ টাকা। গতকালের তুলনায় ২৬৫ টাকা দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৭৩০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২৬৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

gold price(26)

আরও পড়ুন: শেষ মুহূর্তে কমিশনে নালিশ চন্দ্রিমার, কাদের নোটিশ না পাঠানোর দাবি? স্পষ্ট করল তৃণমূলের প্রতিনিধি দল

রুপোর দাম

রুপোর দাম বৃদ্ধি পেয়েছে ফের। লাগাম ছাড়া বাড়ছে রুপোলি ধাতুর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২১১২৫ টাকা। মঙ্গলবার ছিল ২০৮৮০ টাকা। একদিনে ২৪৫ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২১১২৫০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ২৪৫০ টাকা কেজিতে।