সোনা কেনার কথা ভুলে যান! বৃহস্পতিতে কত টাকা ভরি হলুদ ধাতু? রেটচার্ট দেখে মাথায় হাত মধ্যবিত্তের

Published on:

Published on:

gold price(26)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিন বাড়ছে, একদিন কমছে। বিয়ের সিজনে হলুদ ধাতুর দাম বাড়ল অনেকটাই। বিয়ের মরসুমে সোনার-রুপো দুই ধাতুর দামই (Gold Price) বাড়ল। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? ২২, ২৪ ক্যারাট সোনা কিনতে কত দাম পড়বে? দেখে নিন রেটচার্ট।

বৃহস্পতিবার সোনার দাম আরও চওড়া | Gold Price

বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২০৭০ টাকা। একদিনে দাম বেড়েছে ৯৫ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে কিছুটা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২০৭০০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৯৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম হয়েছে ১২০৭০০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে যথারীতি। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৭০০ টাকা। প্রতি গ্রামে ১০০ টাকা করে দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৭০০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে কলকাতায় খুচরো পাকা সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ১০০০ টাকা। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে, এদিন কিছুটা বেশিই অর্থ খরচ হবে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। যদিও এই মুহূর্তে সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। অর্থাৎ বিয়ের মরসুমে সোনা নিয়ে চিন্তা কাটার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বিশেষ বেঞ্চ বসেও এল না সুখবর, সরকারি কর্মীদের DA মামলার রায়দান ঠিক কবে? লেটেস্ট আপডেট

রুপোর দাম

উপহার হোক বা সঞ্চয় বাঙালির জীবনে রুপোর গুরুত্ব অপরিসীম। চলতি বছরের শুরু থেকে রুপোর দাম লাগাতার বেড়ে চলেছে। বৃহস্পতিবার সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৯০৫ টাকা। ১৪৫ টাকা দাম কমেছে প্রতি ১০০ গ্রামে। এই এদিন ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১৫৯০৫ টাকা। প্রতি কেজিতে ১৪৫০ টাকা দাম বেড়েছে কলকাতায় খুচরো রুপোর ক্ষেত্রে।