বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র তিনদিন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। বছর শেষে রীতিমতো নয়া রেকর্ড সোনার দামে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। তবে এখন আর সেভাবে আনন্দ পাওয়ার স্কোপ নেই বললেই চলে। কারণ বছর শেষেও উর্দ্ধমুখী সোনার দাম।
আজ ২৮ ডিসেম্বর, ২০২৫ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৩৩৩০ টাকা। একদিনে দাম বেড়েছে ১৩৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৩৩০০ টাকায় পৌঁছেছে। রাতারাতি দাম বেড়েছে ১৩৫০ টাকা। কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৩৩০০০ টাকা।
ছুটির ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪০২৫ টাকা। গতকালের তুলনায় ১৪৫ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪০২৫০ টাকা। ১৪৫০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পেয়ে ১৪০২৫০০ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। আসছে বছর সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: SSC-তে নয়া মোড়! হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল কমিশন
রুপোর দাম
রুপোর দাম আজ নতুন রেকর্ড তৈরি করেছে। রবিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৬৪০ টাকা। একদিনে ১৭১০ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৪৬৪০০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ১৭১০০ টাকা।












