বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কিছুটা বেড়েছিল সোনার দাম (Gold Price)। যা নিয়ে চিন্তা বেড়েছিল সাধারণ মানুষের। একেই চলছে বিয়ের মরসুম, আর বিয়ের মরসুমে সোনা দিন দিন হাতের বাইরে চলে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ছেন সাধারণ মানুষ। কারণ এই সময় নিজেদের বিয়ের জন্য হোক কিংবা উপহার দিতে, সোনা কম-বেশি কিনতেই হয়। আবার সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে।
তবে এরই মধ্যে বুধবার সোনা নিয়ে এল সুখবর। কারণ এদিন দাম কমল হলুদ ধাতুর। এদিন সোনা কেনার পরিকল্পনা থাকলে আপনার কিছুটা কম অর্থ ব্যয় হবে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ৩ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? রইল সম্পূর্ণ আপডেট।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
বুধবার কমল সোনার দাম। কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এদিন হল ১২২৭০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা দাম কমেছে। একদিনে প্রতি গ্রামে সামান্যই দাম কমেছে যদিও। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২২৭০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৮০০ টাকা কমেছে।
২৪ ক্যারাট সোনার দামও এদিন কমল কিছুটা। বুধবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৯১০ টাকা। প্রতি এক গ্রামে দাম কমেছে ৮৫ টাকা করে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯১০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম কমেছে ৮৫০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ডিসেম্বরে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: চাকরি খুঁজছেন? রেলের ৪১১৬ শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশদের জন্য বড় সুযোগ হাতছাড়া করবেন না
রুপোর দাম
বিয়ের মরসুমে রুপোর চাহিদা তুঙ্গে। রুপোর গহনাও এখন ট্রেন্ডিং। মঙ্গলবারের পর বুধবার ফের রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৭৬১০ টাকা। গতকালের থেকে ৪৫ টাকা বেড়েছে। আর ১ কেজি রুপোর দাম কম দাম বেড়ে হয়েছে ১৭৬১০ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ৪৫০ টাকা।












