বাংলা হান্ট ডেস্কঃ মধ্যবিত্তের জন্য চিন্তা বাড়ল বিয়ের মরসুমে। একদিনেই সোনার দামে (Gold Price) বিরাট বদল। বছরের শুরু থেকেই কখনও বাড়ছে তো কখনও কমছে সোনার দাম। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। বুধবার সোনার দাম কমেছিল খানিকটা। তবে এবার বুমেরাং। বৃহস্পতিবার অনেকটাই দামি হল হলুদ ধাতু। এক নজরে দেখে নিন আজকের রেট চার্ট।
বিয়ের মরসুম শুরু হতেই দাম বাড়ল সোনার। বৃহস্পতিবার ২০ নভেম্বর কলকাতায় সোনার দাম কত হল? ২২, ২৪ ক্যারাট সোনা কিনতে কত দাম পড়বে? বলে রাখা ভালো এদিন সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকলে, খরচ বেশ বাড়বে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
বৃহস্পতিতে দাম বাড়ল হলুদ ধাতুর | Gold Price
বুধবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১১৬৭০ টাকা। আজ অনেকটাই দাম বেড়েছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮০৫ টাকা। একদিনে ১৩৫ টাকা বেড়েছে দাম। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৮০৫০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১৩৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে এগারো লক্ষ আশি হাজার পাঁচশো টাকা।

২৪ ক্যারাট সোনার দামও এদিন লাফিয়ে বেড়েছে। এদিন ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৩৬০ টাকা। প্রতি গ্রামে ১৪৫ টাকা দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৩৬০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ১৪৫০ টাকা দাম বেড়েছে কলকাতায় খুচরো পাকা সোনার ক্ষেত্রে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। তাই সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: এই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! হঠাৎ DA বাড়াল সরকার, কত শতাংশ?
রুপোর দাম:
আজ সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও উর্দ্ধমুখী। রুপোলি ধাতুর দাম কিছুটা বেড়েছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৬৯০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১৫৬৯০০ টাকা। কেজিতে ৩৫০০ টাকা দাম বেড়েছে।












