মহা অষ্টমীতেও বাড়ল সোনার দাম! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন লেটেস্ট রেট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: শারদীয়া নবরাত্রি শুরু হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর। তারপর থেকেই সোনার দাম (Gold Price) ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই রেশ বজায় রেখেই ৩০ সেপ্টেম্বর তথা মহা অষ্টমীতেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১,১৬,৫৬০ টাকা। ২২ ক্যারেট সোনার দামও ঊর্ধ্বমুখী। উৎসবের চাহিদা, গ্লোবাল মার্কেট থেকে জোরালো সংকেত, দেশীয় শেয়ার বাজারে হতাশা, মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে আরও সুদের হার কমানোর প্রত্যাশা এবং দুর্বল ডলারের কারণে সোনার দামে এহেন বৃদ্ধি ঘটছে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, দেশের ১০ টি বড় শহরে সোনার সর্বশেষ দাম কোথায় দাঁড়িয়েছে চলুন জেনে নেওয়া যাক।

ফের বাড়ল সোনার দাম (Gold Price):

দিল্লি: উল্লেখ্য যে, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ১,১৬,৫৬০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০৬,৮৬০ টাকা। গত ২৬ সেপ্টেম্বর, শুক্রবার দিল্লির সোনার বাজারে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৩৩০ টাকা বেড়ে ১,১৭,৭০০ টাকায় পৌঁছে যায়। অভ্যন্তরীণ চাহিদা এবং উৎসবের কেনাকাটার কারণে সোনার দাম স্থিতিশীল ছিল।

Gold price increased on Maha Ashtami too.

মুম্বাই, চেন্নাই এবং কলকাতা: এদিকে, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার বর্তমান দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ১,০৬,৭১০ টাকা। যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৬,৪১০ টাকা।

আরও পড়ুন: ভারতের সঙ্গে রেলপথে জুড়বে ভুটান! বাংলার ওপর দিয়েই তৈরি হবে রেলপথ, মিলল আপডেট

জয়পুর, লখনউ এবং চণ্ডীগড়ে দাম: এই ৩ টি শহরে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৬,৫৬০ টাকা। অপরদিকে, ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ১,০৬,৮৬০ টাকা।

ভোপাল এবং আহমেদাবাদে দাম: জানিয়ে রাখি যে, আহমেদাবাদ এবং ভোপালে ২২ ক্যারেট সোনার খুচরো মূল্য প্রতি ১০ গ্রামে ১০৬,৭৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১৬৪৬০ টাকা।

আরও পড়ুন: বড় খবর! এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

হায়দ্রাবাদে দাম: এদিকে, হায়দ্রাবাদে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০৬,৭১০ টাকা। যেখানে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ১,১৬,৪১০ টাকা।

রুপোর দাম: উল্লেখ্য যে, ৩০ সেপ্টেম্বর আরেকটি মূল্যবান ধাতু রুপোর দামও বেড়েছে। রুপোর দাম ১০০ টাকা বেড়ে প্রতি কেজিতে ১,৫০,১০০ টাকা হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর, দিল্লির সোনার বাজারে রুপোর দাম ৭,০০০ টাকা বেড়ে প্রতি কেজি তে ১,৫০,০০০ টাকার নতুন সর্বোচ্চ দামে পৌঁছে যায়।