বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করেই চলেছে। পুজোর মাস পড়তে না পড়তে আবারও বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। তার উপর সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার (Gold) দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষদের।
এক নজরে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত? (Gold Price)
পুজো পার্বণ থেকে শুরু করে বিয়ে অথবা অন্নপ্রাশন সবকিছুতেই সোনাকে শুভ বলে মনে করা হয়। এমনকি উৎসব বা শুভ কাজের আগে সোনা উপহার দেওয়ার রীতি রয়েছে। তবে বর্তমান বাজারে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। উৎসবের মরশুমের আগে আবারও বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।
বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৯৮০ টাকা (-৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৯৮০০টাকা (-৩০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৫০০ টাকা (-৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৫০০০টাকা (-৩০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৪৫০টাকা (-৩০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৪৫০০টাকা (-৩০০)।
আরও পড়ুন: শুধু জল নয়! কিডনি ভাল রাখতে নিয়মিত পান করুন এই স্বাস্থ্যকর ড্রিঙ্কস, চিকিৎসকদের মতামত
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২২৯৫(-৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২২৯৫০(-৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২২৮৫টাকা (-৭৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১২২৮৫০টাকা (-৭৫০)।
সোনার দাম আকাশচুম্বি হওয়ার পিছনে বিশেষজ্ঞরা মনে করেছেন বাণিজ্যিক যুদ্ধের কারণেই হলুদ ধাতুর দাম ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমে সোনার দাম দ্রুত ওঠা নামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। বিশেষজ্ঞরা আরও মনে করছেন সোনার দাম (Gold Price) ভবিষ্যতে আরও ঊর্ধ্বমুখী হতে পারে।