বাংলাহান্ট ডেস্ক : পরপর কয়েকদিন একটানা পতনের পর ফের চড়ল সোনার দাম (Gold Price)। অগাস্টের শুরুতেই মধ্যবিত্তদের আশা জাগিয়েছিল হলুদ ধাতুর দর। প্রায় এক লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়া সোনার দাম অনেকটাই কমেছিল গত কয়েকদিনে। বিয়ের বাজারে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন মধ্যবিত্তরা। কিন্তু স্বস্তি বেশিদিন রইল না।
রবিবারে ফের বাড়ল সোনার দাম (Gold Price)
ফের দাম বাড়ল সোনার। এমনিতে সোনার দাম (Gold Price) ওঠানামা করে প্রায় সারাক্ষণই। মাসের শুরুটা দামে পতন দিয়ে হলেও দুদিন যেতে না যেতেই ফের বাড়ল দর। ৩ রা অগাস্ট রবিবার কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার বার কিনতে গেলে খরচ পড়বে প্রতি গ্রামে ৯,৯৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামে দাম পড়বে ৯৯ হাজার ৮০০ টাকা! ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা কিনতে গেলে দাম পড়বে ১ গ্রাম ১,০০৩০ টাকা অর্থাৎ ১০ গ্রামে ১ লক্ষ ৩০০ টাকা।
আজ সোনা কিনতে কত খরচ: গয়না কিনতে কত খরচ: অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা (Gold Price) অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা কিনতে গেলে দাম পড়বে গ্রাম প্রতি ৯,৫৩৫ টাকা। অর্থাৎ ৯৫ হাজার ৩৫০ টাকা পড়বে ১০ গ্রামের জন্য। খুচরো রূপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ১ লক্ষ ১১ হাজার ৫৫০ টাকা। উল্লেখ্য, এই সব দামই (Gold Price) কিন্তু কর ছাড়া। অর্থাৎ বাজারে সোনা (Gold Price) কিনতে গেলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং গয়না তৈরির ক্ষেত্রে মজুরির চার্জ।
আরও পড়ুন : মাত্র ৮০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ! গঙ্গা বা পদ্মার নয়, কোথা থেকে আসছে এত মাছ?
দাম ফের বেড়ে গেল: কয়েক বছরের মধ্যেই সোনার দামে অস্বাভাবিক বাড়বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সোনার দাম (Gold Price) বাড়তে বাড়তে মাঝে ছাপিয়ে গিয়েছিল ১ লক্ষ টাকা। মাঝে কিছু কমলেও ফের দাম চড়তে শুরু করেছে সোনার।
আরও পড়ুন : স্বাধীন ভাবে ওষুধের ব্যবসা করতে চান? স্নাতক পাশেই মিলবে লাইসেন্স, ফার্মাসি পড়তে শিক্ষাগত যোগ্যতা কী জানেন?
উল্লেখ্য, সোনার দাম (Gold Price) একাধিক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় বিনিয়োগ বৃদ্ধির মতো ফ্যাক্টর সোনার দাম (Gold Price) বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করেছে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।