রাতারাতি প্রায় ৪০০০ টাকা বাড়ল সোনার দাম, রুপোও কি নাগালের বাইরে? দেখুন আজকের রেট

Published on:

Published on:

gold price(1)

বাংলা হান্ট ডেস্কঃ এক মাস বাকি দুর্গাপুজোর। তার আগে হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম। বুধেও একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম (Gold Price)। যার জেরে কপালে ভাঁজ মধ্যবিত্তের। উৎসবের মরসুমে আপনার যদিও সোনা কেনার প্ল্যান থাকে তাহলেই অনেকটাই খরচ বাড়তে চলেছে। আজ কত হল হলুদ ধাতুর দর? এক নজরে দেখে নিন আজকের সোনার দাম। (Gold Price Hike)

gold rate

একনজরে সোনা ও রুপোর দাম | Gold Price

মঙ্গল থেকে বুধে এক লাফে বেড়েছে সোনার দাম। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন হল ১০ হাজার ২৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম সোনা কিনতে খরচ হবে ১ লক্ষ ২ হাজার ৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১০ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা। বুধে ৩৮০০ টাকা দাম বাড়ল সোনার।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

Gold Price what was the price of gold and silver in the market on Tuesday august 26

২২ ক্যারেটের ক্ষেত্রে এদিন ১ গ্রাম সোনার দাম হল ৯ হাজার ৩৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হল ৯৩ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বেড়ে ৯ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা হল। ৩৫০০ টাকা সোনার দাম বৃদ্ধি পেল একদিনেই।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৭ হাজার ৬৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৬ হাজার ৮৩০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার ৩০০ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২৮০০ টাকা সোনার দাম বেড়েছে।

Gold Price the price of yellow metal is continuously increasing know the price of 22 and 24 carat gold today

আরও পড়ুন: মঙ্গলে পিছিয়েছে DA মামলা, চূড়ান্ত শুনানি কবে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট

বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে খুব শীঘ্রই সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। এদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম বাড়েনি এদিন। ২৭ আগস্ট বুধবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১ লক্ষ ২০ হাজার টাকা হয়েছে।