বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত আন্তর্জাতিক বাজারে কিছুদিন আগে বেড়েই চলেছিল সোনার দাম (Gold Price)। তবে বেশ কিছুদিন ধরে সোনার দাম কিছুটা কমেছে। সূত্রের খবর গত সপ্তাহে কোমেক্স গোল্ড ফিউচারের দাম ৭৫.৫ ডলার অথবা ১.৮% কমেছে। সোনার ধাতুর সর্বোচ্চ কালের সর্বোচ্চ দাম হয়েছিল ৪৩৯৮ ডলার প্রতি আউন্স। আর এই সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাবার পরে যথারীতি পকেটে চাপ পড়েছিল মধ্যবিত্তের।
বিশ্ববাজারে চাপ বাড়ছে, সোনার দাম নিয়ে আতঙ্ক বিনিয়োগকারীদের মধ্যে (Gold Price)
তবে সম্প্রতি ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে ১,২১,৫১৮ টাকায় দাঁড়িয়েছে। এর আগে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,২৩,৩৫৪ টাকা। অর্থাৎ শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৮৩৬ টাকা কমেছে (Gold Price)।

আরও পড়ুন: রেস্তরাঁর মতো শাহি রেজালা এখন ঘরোয়া রান্নায়, সহজ রেসিপি জেনে নিন
এর পাশাপাশি চোখে পড়ার মতন প্রতিবছরের দিকে সম্প্রতি সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর হলুদ ধাতুকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া মাল্টি কমেডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াতে সোনার দাম সম্প্রতি ১০ গ্রামে ১ লক্ষ টাকায় ছাড়িয়েছে যা বেশি জোরে আগ্রহের জন্ম দিয়েছে।
এছাড়া ২০২৬ সালের মধ্যে যদি এরকম সংকট দেখা দেয়, তাহলে বিশেষজ্ঞ টা মনে করছেন সোনার দাম ২৫% থেকে আশি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যা মধ্যবিত্তদের কাছে তখন সোনাকে না স্বপ্নের সমান হয়ে দাঁড়াবে।
এছাড়াও মনে করা হচ্ছে ২০২৬ সালের দীপাবলীর সময় ভারতের সোনার দাম ১০ গ্রামে হয়ে দাঁড়াতে পারে, ১৬২,৫০ থেকে ১৮২,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটি নতুন রেকর্ড গড়বে (Gold Price)।













