মাসের শুরুতে কিছুটা সস্তা হল হলুদ ধাতু! শুক্রবার ১ভরি সোনার দাম কত? জানুন…

Published on:

Published on:

Gold Price is a bit cheaper at the beginning of the month, what is the price of 1 bar of gold on Friday

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে (Gold Price)। দাম বাড়লে যেমন সাধারণ মানুষের মাথায় চিন্তার ভাঁজ পড়ে। দাম কমলে কিছু তাহলে স্বস্তি পায় আমজনতা। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার সময় সোনার চাহিদা বৃদ্ধি পায়। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। তো এক নজরে দেখে নিন আজকের সোনার দাম কত যাচ্ছে।

আগস্ট মাসের প্রথম দিন বাজারে সোনার দাম কত? (Gold Price)

আজ অর্থাৎ শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪৫০ টাকা (-৩০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৫০০ টাকা (-৩০০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৪৫ টাকা (-৩০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৪৫০ টাকা (-৩০০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৮৯৫ টাকা (-৩০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৮৯৫০ টাকা (-৩০০)। সোনার পাশাপাশি আজকের রুপোর দাম নিচে বলা হল। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১২০০ (-২৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১২০০০ (-২৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১১৯০ টাকা (-২৩৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১১৯০০ টাকা (-২৩৫০)।

Gold Price is a bit cheaper at the beginning of the month, what is the price of 1 bar of gold on Friday

আরও পড়ুন: সবুজে মোড়া রং তুলিতে আঁকা এক ছবি! নাগাল্যান্ডের এই ভ্যালিতে ট্রেক করতে যাবেন নাকি?

এক নজরে দেখে নিন বৃহস্পতিবার সোনা (Gold) ও রুপার (Silver) দাম কত ছিল।২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ছিল (Gold Price) ৯৪৮০ টাকা(+৬৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ছিল ৯৪৮০০ টাকা (+৬৫০)। গতকাল ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ছিল ৯৯৭৫ টাকা (+৭০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ছিল ৯৯৭৫০ টাকা (+৭০০)। পাশাপাশি গতকাল ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের কিনতে দিতে হয়েছে ৯৯২৫ টাকা (+৭০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ছিল ৯৯২৫০ টাকা (+৭০০)। সোনার পাশাপাশি বৃহস্পতিবারের রুপোর দাম নিন্মলিখিত। গতকাল ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হয়েছে ১১৪৩৫ টাকা (+২০)। ১ কেজি খুচরো রুপো কিনতে দিতে হয়েছে ১১৪৩৫০ (+২০০)। এছাড়াও শুক্রবার ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ছিল ১১৪২৫ টাকা (+২০)। ১কেজি রুপোর বাটের দাম ছিল ১১৪২৫০ টাকা (+২০০)।

উল্লেখ্য, সোনা (Gold) কতটা খাটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপরে। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট (Karat) সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।

এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক ও কর, চাহিদা ও সরবরাহের ভারসামের উপর ভিত্তি করে সোনার দাম নির্ধারণ হয়।