বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর ৯ দিন। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পূজোর আগে সোনার দাম (Gold Price) কমল পরপর দুদিন। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। এবার এই পুজোর সময় যাদের গয়না কেনার ইচ্ছা আছে, তারা চাইলে এখনি সোনা (Gold) কিনে নিতে পারেন। তবে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজকে বাজারে সোনা ও রুপার দাম কত রয়েছে।
দেখুন আজকের সোনার লেটেস্ট রেট (Gold Price)
হলুদ ধাতুকে সবসময় শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। কিন্তু সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। তো যাই হোক আজকে সোনার দাম (Gold Price) কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন।
শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৫১৫ টাকা (-৯০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৫১৫০ টাকা (-৯০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৬০ টাকা (১০০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৬০০টাকা (-১০০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১০০৫টাকা (-১০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১০০৫০টাকা (-১০০০)।
আরও পড়ুন: পুজোর আগেই ‘গিফট’! নতুন GST ও প্রধানমন্ত্রীর যোজনায় বাংলার লাভ কত জানেন?
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৭০৫(-২৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৭০৫০(-২৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৬৯ টাকা (-২৮৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৬৯৫০টাকা (-২৮৫০)।
অলংকার হোক বা সঞ্চয় বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। তবে গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে চলতি মাসে লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর (Gold Price)। এমতাবস্থায় সামান্য দাম কিছুটা কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।