আরও দামি হল সোনা, ১ গ্ৰাম ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন

Published on:

Published on:

Gold Price is expensive know the price of 1 gram of 24 carat yellow metal

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের শুরু হয়ে গেছে। এর মধ্যেই ক্রমবর্ধমান হলুদ ধাতুর দর (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পাওয়ায় আবার চিন্তার ভাঁজ মাথায় পড়েছে সাধারণ নাগরিকদের। এমনকি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তো জানুন আজকে বাজারে সোনার দাম কত?

২৮ অগষ্ট বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

ভারতের যে কোন অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন আছে। এছাড়াও, সোনার দাম সবসময় ওঠা নামা করে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৭১০টাকা (+৫০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৭১০০টাকা (+৫০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০ টাকা (+৫৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০২২০০টাকা (+৫৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০১৭০টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০১৭০০টাকা (+৫৫০)।

Gold Price is expensive know the price of 1 gram of 24 carat yellow metal

আরও পড়ুন: অসহায় বাবার লড়াই, অভাবকে হার মানিয়ে নজির গড়লেন মহম্মদ ফাহিম, শোনালেন সাফল্যের কাহিনী

সোনার পাশাপাশি আজ রুপোর দাম কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৬৬০(-৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৬৬০০(-৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৬৫০টাকা (-৫০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১১৬৫০০টাকা (-৫০০)।

ভারতে যে কোন উৎসবে সোনা (Gold) কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। হলুদ ধাতু (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে (Gold) দেখা হয় তা কিন্তু নয়।

ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা (Gold) কিনে রাখেন। তবে উৎসবের মরশুমের আগে সোনার দাম (Gold Price Increase) বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও চাপের মুখে পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। এছাড়াও উৎসবের মরশুমের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।