বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে সোনার বাজারে সোনা (Gold price) ও রুপোর (Silver Price) দাম লাগাতার ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১লাখের গণ্ডিতে রয়েছে। ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। জানুন আজকের সোনার দাম।
শনিবার, ৩০ অগস্ট বাজারে সোনা ও রুপোর দাম কত হল? (Gold Price)
বিশেষজ্ঞরা মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমের আগে সোনার (Gold) দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম একই রকম ভাবে ওঠানামা করতে থাকবে। তো জানুন আজকের সোনার গোল্ড রেট (Gold Price)।
শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৮০০টাকা (+১০৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৮০০টাকা (+১০৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৩১০ টাকা (+১১০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৩১০০টাকা (+১১০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০২৬০টাকা (+১১০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০২৬০০টাকা (+১১০০)।
আরও পড়ুন: মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? অল্প উপকরণে সহজে বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট, রইল রেসিপি
সোনার পাশাপাশি আজ রুপোর দাম (Silver Price) কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৮৪৫(+৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৮৪৫০(+৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৮৩৫টাকা (+৮৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৮৩৫০টাকা (+৮৫০)।
এছাড়াও, সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের (Karat) পাকা সোনা কেনেন।