ষষ্ঠীর দিন বাজারে সোনার দাম আকাশচুম্বী, মধ্যবিত্তের হাত পরল কপালে, জানুন আজকের রেট…

Published on:

Published on:

Gold Price is going to be priced in the market on the day of festive season

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে আবার বাড়ল সোনার দাম। এর ফলে আবারও চিন্তার ভাঁজ কপালে পড়ল মধ্যবিত্তের। যদিও বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডিতে পার হয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লাখের গণ্ডিতে। দেখে নিন ষষ্ঠীর দিনে বাজারে সোনার দাম কত যাচ্ছে।

দেবীর বোধনের দিনে বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।

 Gold Price is going to be priced in the market on the day of festive season

আরও পড়ুন: পঞ্চমী থেকে প্যান্ডেলে ঢল, অনিয়ম হলে দায়ী থাকবেন উদ্যোক্তা:সিপি

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৯৮৫ টাকা (+১২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৯৮৫০টাকা (+১২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৮৫ টাকা (+৬০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৮৫০টাকা (+৬০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৪২৫টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৪২৫০টাকা (+৫৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। রবিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৩৯০(+৪৫৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৩৯০০(+৪৫৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৪৩৮০টাকা (+৪৫৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৩৮০০টাকা (+৪৫৫০)।

প্রসঙ্গত গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এখন সোনাকে না মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে যেতে পারে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।